হাইব্রিড পেপে বীজ থেকে চারা জার্মিনেট করার পদ্ধতি

হাইব্রিড পেপে বীজ থেকে চারা জার্মিনেট করার পদ্ধতি

১. ২০ মিনিট রোদে শুকিয়ে নিলে ভাল হয়। ২. ২৪ থেকে ৩৬ ঘন্টা পানি তে ভিজিয়ে রাখতে হবে। ১২ ঘন্টা পর পর পানি চেইঞ্জ করে দিতে হবে। ৩. পানি ছেকে ম্যানসার বা হাইড্রোজেন পার অক্সাইড এর পানিতে ২ মিনিট ভিজিয়ে বীজগুলি শুকিয়ে নিতে হবে যেন বীজের গায়ে পানি না থাকে। ৪. একটা কাচের গ্লাসে বীজ গুলি রেখে তার উপর একটা পাতা বা কাগজ দিয়ে উপরে শুকনো গুরো মাটি দিয়ে গ্লাস টা ভরে রাখতে হবে। ৫. বীজ গ্লাসে এভাবে রাখার সুবিধা হল বায়ু রোধী হবে এবং বীজ জার্মিনেট হলে দেখা যাবে। ৬. বীজ যতগুলি হবে জার্মিনেট হবে সে গুলি অন টাইম গ্লাসে বা ছোট টবে/পলিতে চারা করার জন্য বপন করে ঢেকে দিতে হবে। যেগুলি জার্মিনেট না হবে আবার রেখে দিতে হবে সেইম ভাবে,অনেক বীজ দেরীতে জার্মিনেট হয়। ৭. এবার চারা বের হলে রোদে রাখতে হবে। মাঝে মাঝে ছত্রাক নাশক ও NPK স্প্রে করে দিলে চারা সতেজ হবে। ৮. অতপর সুষম সার সমৃদ্ধ মাটিতে বা পলি ব্যাগে আদ ইঞ্চি মাটির নিচে বীজটিকে বপন করতে হবে। ৯. খুব সতর্কতার সাথে বপন করতে হবে যাতে অংকুর ভেঙে না যায়। উপরে আগলা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ১০. মাটিতে আদ্রতা কম থাকলে হালকা পানি ছিটিয়ে দিতে হবে। ১ ১. চারা বের না হলে আবার হালকা পানি ছিটিয়ে দিতে হবে। Order now

Shopping Cart
Scroll to Top